kalerkantho

স্মারকলিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের দাবিতে রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি পেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতাকর্মীরা। এর আগে বিক্ষোভ মিছিল সহকারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়ে মানববন্ধন ও সমাবেশ করে তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি আব্দুল হাই, জয়েন্ট সেক্রেটারি ডা. মুহা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহা. নূর হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহা. ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. শাহাদাত হোসেন, ইসলামী যুব আন্দোলনের আহ্বায়ক মুহা. গিয়াস উদ্দিন খালিদ, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।মন্তব্য