kalerkantho


মানিকগঞ্জের ইউএনও পুড়িয়ে দিলেন ড্রেজার

মানিকগঞ্জ প্রতিনিধি   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০আগুনে পুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে বালু তোলার ড্রেজার। রবিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদত খোন্দকার ধলেশ্বরী নদীতে এই ড্রেজার পোড়ানোর নেতৃত্ব দেন।

জানা গেছে, সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন সেতুর কয়েক শ গজের মধ্যে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল।

স্থানীয় কয়েকজন প্রভাবশালী এই বালু তুলে বিক্রি করছিল কয়েক দিন ধরে। স্থানীয়রা এর প্রতিবাদ

করলেও প্রভাবশালীরা কর্ণপাত করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদত খোন্দকার জানান, স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর তিনি অভিযান পরিচালনা করেন। তিনি জানান, পুলিশের সহায়তায় দুটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে। ভেঙে ফেলা হয় পাইপ। এ সময় ড্রেজারের লোকজন পালিয়ে যায়।মন্তব্য