kalerkantho

আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০নরসিংদী-২ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে। তাহলে দুর্নীতিকে ‘না’ বলতে শিখবে শিক্ষার্থীরা। এভাবেই পরিবার ও দেশ থেকে দুর্নীতি নির্মূল হবে। সিরাজুল ইসলাম মোল্লা গতকাল শনিবার সকালে নরসিংদীর শিবপুরে সততা সংঘ, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দুর্নীতিবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলার কামারটেক সবুজ পাহাড় ডিগ্রি কলেজ মাঠে এ গণসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহীন, নাসিম আনোয়ার, আশরাফুল আফসার ও বশিরুল ইসলাম।মন্তব্য