kalerkantho


হেফাজতের বিবৃতি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যকে ‘গ্রিক দেবীর মূর্তি’ আখ্যায়িত করে তা অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়। এ বিষয়ে আজ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম।

বিবৃতিতে সংগঠনের মহাসচিব হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী বলেন, বিশ্বের কোনো দেশের সরকার নিজ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও চেতনা বোধের বিরুদ্ধে এমন ‘আগ্রাসী ভূমিকা’ নেওয়ার নজির নেই, যেটা বাংলাদেশে হচ্ছে। কোনো মুসলমানের পক্ষে মূর্তিকে ন্যায়বিচারের প্রতীক বা এমন ভাবনা অন্তরে পোষণ করার সুযোগ নেই। কেউ এমনটা বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। অবিলম্বে এই মূর্তি অপসারণ করা না হলে ঈমান, আক্বিদা ও ঐতিহ্যবিরোধী এই মূর্তি অপসারণের দাবিতে উলামায়ে কেরামের নেতৃত্বে লাখ লাখ মানুষ রাস্তায় নামবে।মন্তব্য