kalerkantho


সোনাতলা বিলের অবৈধ ঘের উচ্ছেদ

কেশবপুর (যশোর) প্রতিনিধি   

১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০যশোরের কেশবপুর উপজেলার সোনাতলা বিলের মাছের অবৈধ ঘের উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি উচ্ছেদ করেন।

গত ২৪ জানুয়ারি ঘেরটি উচ্ছেদের দাবিতে ডিসিকে স্মারকলিপি দিয়েছিল কৃষকরা। ডিসি তদন্তের নির্দেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। গত বৃহস্পতিবার ডিসি ইউএনওকে ঘের অপসারণের নির্দেশ দেন।

ভালুকঘর গ্রামের কৃষক মফিজুর রহমান বলেন, ‘বিলে আমার সাত বিঘা জমি রয়েছে। অনুমতি না নিয়ে মাছের ঘের করা হচ্ছিল।’

শ্রীরামপুর গ্রামের বাসন্তী কুণ্ড, সন্ধ্যা রানী ও চাদড়া গ্রামের অশোক দত্ত বলেন, ‘বিলে ঘের হলে আমাদের এলাকা জলাবদ্ধ হতো।’

গতকাল সকালে ইউএনও রায়হান কবির কৃষকদের উদ্দেশে বলেন, ‘আগে জমিতে যেভাবে ফসল করতেন, তেমনি ফসল উৎপাদন করবেন।’মন্তব্য