kalerkantho


রেলস্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ কুমিল্লায়

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০রেলস্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ কুমিল্লায়

কুমিল্লায় রেলওয়ের শাসনগাছা ও ধর্মপুর ক্রসিং এলাকায় গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার রেলওয়ের শাসনগাছা ও ধর্মপুর রেলক্রসিং এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার এ উচ্ছেদ অভিযানে ৩৫টির মতো অবৈধ ছোট-বড় স্থাপনা ড্রেজার মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রামের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামিরুল ইসলাম, কুমিল্লা স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূইয়া, রেলওয়ের এসএসএই (ওয়ার্কস) শাহাদাৎ হোসেন চৌধুরী ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ।

উচ্ছেদ অভিযান চালানোর সময় চট্টগ্রামের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বলেন, মাস দুয়েক আগে অবৈধ দখলদারদের সাত দিনের সময় দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা অবস্থান থেকে না সরায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

তবে উচ্ছেদ হওয়া কয়েকজন দোকানদার দাবি করেন, তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি। তাঁরা দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে এখানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।মন্তব্য