kalerkantho

মর্মান্তিক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০



অটোরিকশায় বাবার কোলে বসে নানাবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল আট বছরের শিশু জান্নাতী। সঙ্গে ছিলেন তার মা। পথে অটোরিকশার পেছনের চাকায় জড়িয়ে যায় জান্নাতীর ওড়না। মুহূর্তেই শিশুটির গলার অর্ধেক কেটে যায়। এতে তার মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় পটুয়াখালীর মহিপুরের গাববাড়িয়া গ্রামে। জান্নাতী মিরপুর গ্রামের নুরুল ইসলাম ও রেনু বেগমের মেয়ে ছিল। ঘটনার পর পরই অটোরিকশাচালক পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য