kalerkantho

স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০চাঁদপুর শহরের তিন নদীর মোহনার পর্যটন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ ও পৌরসভার সহায়তায় জেলা প্রশাসন এ অভিযান চালায়। এ সময় সেখান থেকে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই জানান, নানা ধরনের খাবার দোকানের আড়ালে এসব অবৈধ স্থাপনায় অনৈতিক কাজের অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে রবিবার রাতে সেখানে পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। ওই সময় নানা বয়সী বেশ কয়েকজন তরুণ-তরুণীর সন্ধান পাওয়া যায়। পরে সোমবার সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে অর্ধশত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আরো জানান, শহরের তিন নদীর মোহনা দৃষ্টিনন্দন একটি পর্যটন এলাকা। তাই এই এলাকা পরিবেশসম্মত রাখতে প্রশাসন বদ্ধপরিকর।মন্তব্য