kalerkantho

১ম কলাম

হকিপেটা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে প্রতিপক্ষ হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। মা রুবি বেগম জানান, একই এলাকার হাকিম মাস্টারের সঙ্গে রুবি বেগমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গতকাল হাকিম মাস্টার, মাসুদ রানা, আলমাছ, রাকিব ও হামিদা বেগম মিলে রুবি বেগমের জমির আইল কাটা শুরু করে। এতে বাধা দিলে ওই পাঁচজন রুবি বেগমকে হকিস্টিক দিয়ে পেটায়। মেয়ে সিমু আক্তার মা রুবিকে রক্ষায় এগিয়ে এলে তারা তাঁকেও পেটায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’মন্তব্য