kalerkantho


সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রিয় দেশ ডেস্ক   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০নওগাঁর মান্দা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার দামুড়হুদা ও কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।

চুয়াডাঙ্গা : দামুড়হুদায় রবিবার সকালে নাপিতখালী গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু (নছিমন) উল্টে গৃহবধূ চামেলী বেগম নিহত হয়েছেন।

দাউদকান্দি (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলায় বাস খাদে পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল রবিবার ভোরে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। আবদুস সালাম ঢাকার মালিবাগের দ্বীন মোহাম্মদের (মৃত) ছেলে।

নওগাঁ : মান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে গরু ব্যবসায়ী ইদ্রিস আলী নিহত হয়েছেন।

ঝিনাইদহ : ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আফরোজ বেগম ববি (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের দোকানঘর নামক স্থানে কুষ্টিয়াগামী গড়াই পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।মন্তব্য