kalerkantho


সিআরপিতে মোড়ক উন্মোচন

প্রতিবন্ধীদের জন্য বইমেলায় প্রহর দাবি

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০প্রতিবন্ধী শিশুর কাহিনী নিয়ে নাজিয়া জাবীনের লেখা ‘হাঁসের পায়ে ঘুড়ি’ শিশুতোষ বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) রেডওয়ে হলে গতকাল শনিবার সকালে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ইগনাইট পাবলিকেশন্স আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি আমন্ত্রণে ছিল সপর্শ ব্রেইল প্রকাশনা।

সকাল ১১টায় সিআরপির উইলিয়াম ও মেরি টেইলর স্কুলের প্রতিবন্ধী শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভ্যালেরি এ. টেইলর। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন শিশু মনোবিজ্ঞানী ও বিউটিফুল মাইন্ড স্কুলের চেয়ারম্যান ডা. শামিম মতিন চৌধুরী, প্লাস ওয়ানের মহাপরিচালক রুবাবা দৌলা এবং সিআরপির নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক ড. সৈয়দ ফরহাদ আনোয়ার, মুক্তিযোদ্ধা-কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন প্রমুখ।

ছড়াকার ও লেখিকা নাজিয়া জাবীন ঢাকার একুশে বইমেলায় প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রহর বা দিন ঘোষণার দাবি জানান।মন্তব্য