kalerkantho

সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০পাঠ্যপুস্তকে ভুল, সাম্প্রদায়িকতা ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। খেলাঘর আসরের জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের জেলা কমিটির সদস্য নিতীশ রঞ্জন রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, সংগঠনের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি এনামুল হক কাজল, ঝিলমিল শিশু একাডেমির পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ ও প্রজন্ম খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. জুয়েলুর রহমান।মন্তব্য