kalerkantho

পশুমেলা

দিনাজপুর প্রতিনিধি   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০দিনাজপুর সদরের চেরাডাঙ্গী স্কুল চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী পশুমেলা (গ্রামীণ)। গতকাল শনিবার দুপুরে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা করতে ৭০ বছর ধরে এ মেলার আয়োজন করে আসছে স্থানীয় লোকজন। তখন থেকেই মেলায় গবাদি পশুর পাশাপাশি ঘোড়া বেচাকেনারও ব্যবস্থা রয়েছে। এ ছাড়া বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম প্রমুখ।মন্তব্য