kalerkantho


তর্তিপুরে গঙ্গাস্নানে ৫০ হাজার পুণ্যার্থী

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্তিপুরে গতকাল শুক্রবার হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান হয়েছে। এ বছর বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী এ স্নানে অংশ নেয়।

এ উপলক্ষে কালীমন্দিরে চলে পূজা। পূজারিরা গঙ্গা (বর্তমান পাগলা) নদীতে সকাল থেকে স্নান শুরু করে এবং তা চলে বিকেল পর্যন্ত। এ উপলক্ষে দই, চিড়া, মুড়ি, মুড়কির পাশাপাশি চুড়ি, ফিতা, বেলুন, বাঁশি, খেলনা, শাঁখা, সিঁদুর, দা-বঁটিসহ নানা পসরার দোকান বসে।

জনশ্রুতি রয়েছে, শিবগঞ্জের পাগলা নদের তীরে পৌরাণিক যুগের তর্তিপুরে জহ্নুমনির আশ্রম ছিল। জহ্নুমনির যজ্ঞভূমি ভাসিয়ে দিলে রাগে গঙ্গাকে হরণ করেন মুনি। এ কারণে এটি তীর্থপুর বা তর্তিপুর নামে খ্যাতি লাভ করে।

তর্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার ত্রিবেদী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শিবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার ত্রিবেদী বলেন, ‘দেশের ২৫০টি নদীর মধ্যে তর্তিপুরের পাগলা নদ ছাড়া আর কোনো নদীতে হিন্দুদের মৃত অস্থি বিসর্জন দেওয়া হয় না। আর এ কারণে দেশ ও বিদেশের সনাতন ধর্মাবলম্বীরা দেহভস্ম বিসর্জনের জন্য এখানে এসে থাকে।’মন্তব্য