kalerkantho


ভালুকায় তিন স মিল মালিককে অর্থদণ্ড

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ময়মনসিংহের ভালুকার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে অবৈধভাবে স মিল (করাতকল) বসিয়ে গাছ চিড়াইয়ের অভিযোগে তিন মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল জাকিরের ভ্রাম্যমাণ আদালত গত বুধবার বিকেলে বাটাজোর বাজারে অভিযান চালিয়ে ওই দণ্ড দেন।

দণ্ডিতরা হলেন বাটাজোর গ্রামের আরফান তালুকদারের ছেলে পলাশ তালুকদার, আবদুল হেলিম তালুকদারের ছেলে ইমরুল তালুকদার ও মিজানুর রহমান তালুকদারের ছেলে পাপন তালুকদার।

গত ২১ জানুয়ারি ‘ভালুকার বনে শতাধিক করাতকল’ শিরোনামে কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।মন্তব্য