kalerkantho

উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জের ফতুল্লার মুন্সিখোলা ও পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ওয়াকওয়ের পাশে ইট ও বালু ব্যবসায়ীদের রাখা অবৈধ মালামাল, সিমেন্টের গুদাম ও জেটি উচ্ছেদ করা হয়েছে। পরে মালামালগুলো নিলামে বিক্রি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআইডাব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত মান্নান।মন্তব্য