kalerkantho


দুই ভাইয়ের মাথা ফাটাল প্রতিপক্ষ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে গতকাল মঙ্গলবার দুপুরে বসতবাড়ির জমির ওপর দিয়ে বাথরুমের পাইপ স্থাপন করতে না দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষরা।

মাইক্রোবাসচালক ইসমাইল হোসেন জানান, তাঁদের সঙ্গে একই এলাকার শাহপরানদের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে শাহপরান তাঁর বাড়ির বাথরুমের পাইপ ইসমাইল হোসেনের বাড়ির জমির ওপর দিয়ে স্থাপনের চেষ্টা চালান। এ সময় ইসমাইলসহ পরিবারের লোকজন বাধা দেয়। একপর্যায়ে শাহপরান, আলী হোসেনসহ তাঁদের লোকজন বাঁশ দিয়ে ইসমাইল হোসেনের মাথা ফাটিয়ে দেয়। ইসমাইল হোসেনকে বাঁচাতে এগিয়ে এলে একই কায়দায় তাঁর ভাই নজরুল ইসলামের মাথা ফাটিয়ে দেওয়া হয়।মন্তব্য