kalerkantho

পিঠা উৎসব

গোপালগঞ্জ প্রতিনিধি   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০গোপালগঞ্জে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের জন্মদিন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০১৩ সালের এই দিনে (৩১ জানুয়ারি) বিভাগটি যাত্রা শুরু করেছিল। গতকাল দুপুরে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। এ উপলক্ষে শেখ হাসিনা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। চত্বরে বাংলা বিভাগের প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের চারটি স্টলে চিতই, ভাপা, কুলি, নকশি, পাটিসাপটা, ঝাল চন্দ্রকোনা, চন্দনকুলি, পাকান, গোলাপ, লবঙ্গ পিঠাসহ হরেক রকমের পিঠা প্রদর্শন করা হয়।

ছিল খাওয়ার ব্যবস্থাও।মন্তব্য