kalerkantho


সম্মেলনে যাওয়া হলো না সুরেশ দাশের

সুনামগঞ্জ প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৬ ০০:০০মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল গণহত্যার প্রত্যক্ষদর্শী, মুক্তিযুদ্ধের সংগঠক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুরেশ দাশ (৭১) দলীয় সম্মেলনে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের জিন্দাবাজার এলাকায় হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা আদালতে কাজ করেন সুরেশ দাশ। পরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে তিনি দুপুরে সিলেটে যান। সেখান থেকে রেলযোগে তাঁর ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় পৌঁছার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রত্যক্ষদর্শীরা তাত্ক্ষণিক সিলেট ওমেনস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ খবর সুনামগঞ্জে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। আওয়ামী লীগ নেতাকর্মী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা তাঁর বাসভবনে ছুটে যান।


মন্তব্য