kalerkantho


সিংড়ার ওসির প্রত্যাহার দাবিতে সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৬ ০০:০০নাটোরের সিংড়ায় গতকাল শুক্রবার থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে ও মহাসড়কে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়।

জানা যায়, গতকাল সকালে জেলা পুলিশ ও সিংড়া থানা পুলিশের একটি দল নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া-বাসুয়ার চলনবিল গেটের সামনে মোটরসাইকেলে অভিযান চালায়। এ সময় মামলা না দিয়ে সিংড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মোটরসাইকেল আটকে রাখে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে তাঁরা মহাসড়কটি অবরোধ করে রাখেন। এ সময় ওসি নাসির উদ্দিন মণ্ডলকে প্রত্যাহারের দাবি ও মহাসড়কে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদ জানান অবরোধকারীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।

সিংড়া থানার ওসি নাসির উদ্দিন জানান,  কিছু স্বার্থান্ব্বেষী মহলের স্বার্থে আঘাত লাগায় তাঁরা অবরোধ করেন।


মন্তব্য