kalerkantho

বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০১৬ ০০:০০জাতীয় শিক্ষানীতি ২০১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর বিভিন্ন ধারা বাতিলের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের মিনারা মসজিদের সামনে কর্মসূচি চলাকালে গণস্বাক্ষরও নেয় নেতাকর্মীরা। দাবি না মানলে লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সিনিয়র সভাপতি মো. মহি উদ্দিন, সভাপতি মাওলানা সোহরাফ হোসেন, সহসভাপতি মো. আমির হোসেন, প্রধান উপদেষ্টা মুফতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এরফান আলী, দপ্তর সম্পাদক জামাল আহমেদ প্রমুখ। শেষে জেলা প্রশাসক সায়লা ফারজানার কাছে স্মারকলিপি দেওয়া হয়।মন্তব্য