kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


পঙ্গু শ্রমিকের টাকা আত্মসাতের দায়ে প্রবাসীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে কর্মরত থাকার সময় লিফটের নিচে চাপা পড়ে পঙ্গু হওয়া এক শ্রমিকের টাকা আত্মসাতের দায়ে আব্দুল আলীম মাতুব্বর নামের এক প্রবাসীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম শেখ নাজমুল আলম আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল আলীম মাতুব্বর দুবাইয়ে রয়েছেন। তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের মানিক মাতুব্বরের ছেলে। আর পঙ্গু প্রবাসী শ্রমিক বিশু মাতুব্বর একই এলাকার পশ্চিম বিভাগদী গ্রামের মৃত হাকিম মাতুব্বরের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, বিশু মাতুব্বর ২০০৫ সালে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে অ্যারাবিয়ান কনস্ট্রাকশন কম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে একটি টাওয়ারে কর্মরত অবস্থায় লিফটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন বিশু। তাঁকে একটি হাসপাতালে এক বছর সাত মাস চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পরও তাঁকে পঙ্গু হতে হয়। পরে দুবাইয়ের শ্রম আদালতে মামলা করে নিজ এলাকার আব্দুল আলীম মাতুব্বরকে মামলার নমিনি নিযুক্ত করে দেশে ফিরে আসেন বিশু। মামলার শুনানি শেষে আদালত নিয়োগকারী সংস্থাকে বিশু মাতুব্বরের ক্ষতিপূরণ বাবদ নমিনি আব্দুল আলীম মাতুব্বরকে বাংলাদেশি ৪৩ লাখ টাকা দিতে নির্দেশ দেন।


মন্তব্য