kalerkantho


দাউদকান্দিতে পানিতে ডুবে মরল দুই শিশু

তালায় বিদ্যুত্স্পর্শে শিক্ষকের মৃত্যু

দাউদকান্দি (কুমিল্লা) ও সাতক্ষীরা প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০দাউদকান্দিতে  বুধবার সকালে আলাদা স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলার নোয়াগাঁও গ্রামের জুনাইদ (২) ও নৈয়ার গ্রামের স্বয়ংপ্রিয়া চক্রবর্তী (৩)। এ ব্যাপারে জুনাইদের বাবা মোস্তাফা মিয়া জানান, তাঁদের অজান্তে জুনাইদ ঘরের পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবায় ছেলের লাশ ভাসতে দেখেন তাঁরা। ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে নৈয়ার গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে স্বয়ংপ্রিয়া। সে ওই গ্রামের শিমুল চক্রবর্তী ও টুম্পা চক্রবর্তীর মেয়ে ছিল।

এদিকে সাতক্ষীরার তালা উপজেলা সদরের মহলাপাড়ায় বুধবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের মৃত্যু হয়েছে।


মন্তব্য