kalerkantho


সড়ক দুর্ঘটনা

গজারিয়া ও আশুলিয়ায় দুই ব্যবসায়ী নিহত

প্রিয় দেশ ডেস্ক   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছে। এ ছাড়া আশুলিয়ায় আলাদা স্থানে শ্রমিকবাহী দুটি বাস খাদে পড়ে আহত হয়েছে অন্তত ৫০ জন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

মুন্সীগঞ্জ : গজারিয়া উপজেলার বাউশিয়া পাখি পয়েন্টে পিকআপ ভ্যান দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী মো. শামীম ও মো. ইয়ামিন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানচালক। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাভার (ঢাকা) : আশুলিয়ার আলাদা স্থানে শ্রমিকবাহী দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৫০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পাড়াগ্রাম-ধামরাই সড়কের ভাটিয়াকান্দি ও জিরানী-শিমুলিয়া সড়কের গোহাইলবাড়ী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।


মন্তব্য