kalerkantho

১ম ক লা ম

১০০০ ফানুস

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০১০০০ ফানুস

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গত সোমবার রাতে বান্দরবানে আকাশে ভাসমান চুলামণি মন্দিরের উদ্দেশে বিভিন্ন আকারের এক হাজার ফানুস ওড়ানো হয়। ছবি : কালের কণ্ঠ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আকাশে ভাসমান চুলামণি মন্দিরের উদ্দেশ্যে বিভিন্ন আকারের এক হাজার ফানুস উড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ বিশিষ্ট ব্যক্তিরা। গত সোমবার রাতে বান্দরবান শহরের ঐতিহাসিক রাজার মাঠ থেকে এসব ফানুস উড়ানো হয়। এ সময় ফোটানো হয় আতশবাজিও। এর আগে একই উপলক্ষে পার্বত্যাঞ্চলের বিশিষ্ট ব্যক্তি, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের সিদ্দিকী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ। পরে মন্ত্রী এবং তাঁর স্ত্রী বান্দরবান রাজগুরু বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভিক্ষু উ পঞা জোত থেরকে বিভিন্ন উপহার দেন। শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


মন্তব্য