kalerkantho


হেনস্তাকারী সেই এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০কুমিল্লা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে কক্সবাজারের রামু তুলাবাগান ফাঁড়ি থেকে গতকাল মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। হাইওয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে কালের কণ্ঠকে এ কথা নিশ্চিত করেছেন।

তুলাতলি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘বিতর্কিত এসআই সাইফুল ইসলামকে বুধবারের মধ্যে ফাঁড়ি থেকে হাইওয়ে পুলিশের সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।’

উল্লেখ্য, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে রামু তুলাবাগান হাইওয়ে পুুলিশ ফাঁড়ির এসআই সাইফুলের হাতে গত সোমবার সকালে লাঞ্ছিত হন চার চীনা নাগরিক। তাঁরা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) চীনা কম্পানি সানসাইন থেকে কক্সবাজারে আসছিলেন। কক্সবাজার শহরতলির লিংকরোড বাস স্টেশনে লাঞ্ছনার ঘটনা ঘটে। চালকের সিটবেল্ট না বাধার অজুহাত তুলে ওই এসআই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখান। তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং সাময়িক জিম্মি করে রাখেন।


মন্তব্য