kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


বুড়িগঙ্গায় নৌকাডুবি

শিশু নিখোঁজ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে বৃষ্টি (৯) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল সোমবার সকালে লালকুঠি ঘাট এলাকার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল শিশুটি উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।

হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামসুল আলম বলেন, সকালে বৃষ্টি তার মায়ের সঙ্গে দক্ষিণ কেরাণীগঞ্জের চরকালিগঞ্জ তৈলঘাট এলাকা থেকে লালকুঠি ঘাটে যাওয়ার জন্য খেয়া নৌকায় ওঠে। নৌকাটি লালকুঠি ঘাটের কাছাকাছি এলে সদরঘাট টার্মিনাল থেকে কয়েকটি লঞ্চ পেছনে আসতে থাকলে সেই ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে যাওয়ার পর বৃষ্টির মা ও অন্যরা সাঁতরে ওপরে উঠতে পারলেও নদীতে হারিয়ে যায় বৃষ্টি।


মন্তব্য