kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।

১ম ক লা ম

১৪৪ ধারা

টাঙ্গাইল প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০



টাঙ্গাইলের ঘাটাইলে সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার অনুসারী ও তাঁর বিরোধী পক্ষের পাল্টপাল্টি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে ধলাপাড়া এলাকায় গতকাল সোমবার ফের ১৪৪ ধারা জারি করেছিল উপজেলা প্রশাসন। ঘাটাইল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, এমপি আমানুর রহমান খান রানার মুক্তি দাবিতে তাঁর অনুসারীরা ঘাটাইলের ধলাপাড়া এলাকায় বিকেলে সমাবেশের ডাক দেয়।

ওই সময় একই স্থানে এমপি রানার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর অনুসারীরা আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার বিচার ও হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আমানুর রহমান খান রানাসহ আসামিদের বিচার দাবিতে সমাবেশের ডাক দেয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। ওসি জানান, ধলাড়া এলাকায় ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় কেউ কোনো প্রকার সভা, সমাবেশ ও মিছিল করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। একই ঘটনাকে কেন্দ্র করে গত ৭ অক্টোবর উপজেলার পেঁচারআটা বাজার ও ২৪ সেপ্টেম্বর হামিদপুর বাসস্ট্যান্ড চত্ব্বরে ১৪৪ ধারা জারি করেছিল ঘাটাইল উপজেলা প্রশাসন।


মন্তব্য