kalerkantho

কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের কয়েদি বাদল মিয়ার মৃত্যু হয়েছে গতকাল রবিবার ভোরে। মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের দণ্ড দিলে ২৯ সেপ্টেম্বর তিনি কারাগারে এসেছিলেন। কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, গতকাল ভোরে বাদল মিয়া হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসার জন্য প্রথমে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, বাদল চাঁদপুরের মদনা এলাকার ইসাহাক আলীর ছেলে। পরিবারের সঙ্গে ঢাকার ধানমণ্ডিতে থাকতেন তিনি।


মন্তব্য