kalerkantho

সোমবার । ২০ ফেব্রুয়ারি ২০১৭ । ৮ ফাল্গুন ১৪২৩। ২২ জমাদিউল আউয়াল ১৪৩৮।

জোড়া শিশু

হবিগঞ্জ প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০হবিগঞ্জে গত মঙ্গলবার জন্ম নেওয়া জোড়া কন্যাশিশু দুটির চিকিৎসার সব ব্যয় বহনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। উন্নত চিকিৎসার জন্য শিশু দুটিকে গতকাল রবিবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে তাদের বাবা বানিয়াচংয়ের মুরাদপুর গ্রামের আব্দুল জলিলের হাতে ১০ হাজার টাকা তুলে দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম। এ ছাড়া হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহিরও তাঁকে ১০ হাজার টাকা দিয়েছেন। নবজাতকদের শারীরিক অবস্থা সম্পর্কে সিভিল সার্জন ডা. দেবপদ রায় জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে শিশু দুটিকে আলাদা করা সম্ভব। শুধু চামড়া আলাদা করতে হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে জেলা শহরের একটি হাসপাতালে কন্যাশিশু দুটির জন্ম দেন গৃহবধূ জ্যোত্স্না বেগম। নবজাতকদের পেট ও বুক জোড়া লাগানো।


মন্তব্য