kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।

১ম ক লা ম

সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জি এম আব্দুর রউফের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস, ড. মহিউদ্দিন, কার্তিক চন্দ্র চক্রবর্তী, আবুল বাসার মিয়া প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা গোপালকৃষ্ণ দাস।


মন্তব্য