কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কে মালিক ও চালক সমিতির দ্বন্দ্বের কারণে রবিবার সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে চালকরা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় যাত্রীরা। সড়কে সিরিয়াল না মেনে গাড়ি চলায় লাইনম্যান ও চালকদের দ্বন্দ্বের কারণে এ সমস্যার সৃষ্টি হয়।
মালিক ও চালক সমিতির কয়েকজন নেতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসস্ট্যান্ডে সিরিয়াল না মেনে গাড়ি চালানোর কারণে গত শনিবার উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে জীবন মিয়া ও রুহুল আমিন নামের দুই অটোরিকশাচালকের সঙ্গে লাইনম্যান রাসেলের বিরোধ হয়। এরই জেরে গৌরীপুর মালিক সমিতি ও নৈয়ারবাজার সমিতির নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় চালক সমিতি গতকাল সকাল থেকে এ রুটে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের