kalerkantho

প্রশিক্ষণ

বাকৃবি প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গতকাল শনিবার সকালে ‘ইনভেসটিগেশন, স্পোর্টস অ্যান্ড রিসার্চ রিপোর্টিং’ শীর্ষক আট দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বাকৃবির অর্থায়নে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) এ প্রশিক্ষণের আয়োজন করেছে। জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. এম. মোজহার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, প্রক্টর ড. এ কে এম জাকির হোসেন। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অনুসন্ধানী প্রতিবেদন রচনা, খেলাধুলা, বৈজ্ঞানিক গবেষণার প্রতিবেদন রচনা, ফটো সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন দেশের প্রথিতযশা সাংবাদিকরা। বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত ১৮ জন সাংবাদিক এতে অংশ নিচ্ছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ।


মন্তব্য