kalerkantho

১ম ক লা ম

শাবিতে ভর্তি

শাবিপ্রবি প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ রবিবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন গতকাল শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ও ‘বি’ এই দুই ইউনিটে অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর। ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে এবং www.sust.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে। এদিকে ভর্তি ফরমের বর্ধিত দাম কমাতে ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধিবিরোধী শিক্ষার্থী মঞ্চ’র দেওয়া চার দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আজই। এ ব্যাপারে মঞ্চের মুখপাত্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘আমাদের আলটিমেটাম আজ শেষ হচ্ছে। আমরা আজকে সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করব। প্রশাসন আমাদের দাবি না মানলে আমরা আরো কঠোর কর্মসূচি দেব।’


মন্তব্য