kalerkantho


রামপালে বিদ্যুৎকেন্দ্র

প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। সম্প্রতি গঠিত কৃষক শ্রমিক জনতা লীগের সৈয়দপুর পৌর শাখার উদ্যোগে গতকাল শনিবার সকালে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘ভারতের নীলনকশা বাস্তবায়নে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎকেন্দ্র অনেক হবে কিন্তু সুন্দরবন আর একটিও হবে না।’ পরিবেশ রক্ষায় তাই সরকারকে তাদের পরিকল্পনা থেকে ফিরে আসার আহ্বান জানান বক্তারা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. আকবর-ই-আজম, সহসভাপতি আব্দুল লতিফ, এস এম  রফিকুল ইসলাম লাবলু, আব্দুল মতিন, এম এ রশিদ রায়হান প্রমুখ।


মন্তব্য