kalerkantho


বান্দরবানে ওয়াগ্যা পোয়ে উৎসব আজ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০বান্দরবানের মারমা জনগোষ্ঠীর ধর্মীয় অনুষ্ঠান ‘ওয়াগ্যা পোয়ে’ উৎসব আজ।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুলামণি দেবতার উদ্দেশ্যে আকাশে ফানুস ওড়ানো, রথযাত্রা, জলে বসবাসকারী অরহত উপগুপ্তর উদ্দেশে শঙ্খ নদীতে ‘সাংহাউয়া’ বা জাহাজ ভাসানো এবং দুই দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসব উদ্‌যাপিত হবে। এবার বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং উৎসব উদ্‌যাপন পরিষদ যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিচালক মং নু চিং জানান, রবিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ফানুস ওড়ানো এবং বুদ্ধ মূর্তি বহনকারী রথে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে রথযাত্রার উদ্বোধন করবেন।

প্রথম দিন বান্দরবান জেলা সদরের পুরনো বোমাং রাজবাড়ী প্রাঙ্গণ থেকে রথ টেনে দুটি বৌদ্ধ বিহার এবং শহরের প্রধান প্রধান সড়ক পরিভ্রমণ শেষে একই স্থানে এনে রথ রাখা হবে। পরের দিন সোমবার সন্ধ্যায় রথ টেনে আবারও দুটি বৌদ্ধ বিহার এবং জনপদ অতিক্রম করে রাতে শঙ্খ নদীর উজানিপাড়া ঘাটে নিয়ে এসে উপগুপ্তের উদ্দেশ্যে জাহাজ আকৃতির রথ নদীতে ভাসিয়ে দেওয়া হবে।


মন্তব্য