kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।

প্রতিমার হাট

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০লক্ষ্মী ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। এ দেবীর পূজা অনুষ্ঠিত হবে আজ শনিবার।

প্রতিবছরের মতো এবার পঞ্চমী তিথিতে লক্ষ্মীর আরাধনা করবে হিন্দু ধর্মাবলম্বীরা। পূজাকে ঘিরে চাহিদা বেড়েছে লক্ষ্মী প্রতিমার। এ জন্য জেলার সাতপাড়, বৌলতলী, পাটিকেলবাড়ী, রামদিয়া, ঘাঘর, পাটগাতী, জলিরপাড়সহ অর্ধশত স্থানে বসেছে প্রতিমা বিকিকিনির হাট। এ বছর ছোট প্রতিমা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়। আর ২০০ থেকে ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে বড় প্রতিমা। তবে শুধু প্রতিমাই নয় শোলার ফুল, নৌকা, কলাগাছ, মালা, নলডুরি লতা, হলুদগাছ, পদ্ম ফুলসহ পূজার নানা উপকরণ বিক্রি হচ্ছে দেদারসে।


মন্তব্য