kalerkantho


ফরিদপুরে আখড়ায় আগুন, বাউলদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ফরিদপুরে আখড়ায় আগুন, বাউলদের প্রতিবাদ

ফরিদপুরের পরানপুরে বাউলের আখড়াবাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল শহরে মানববন্ধন করে বাউলরা। ছবি : কালের কণ্ঠ

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামে বাউলদের আখড়াবাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের নিলটুলী এলাকার ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বাউল, লালন ভক্ত ও অনুসারীরা অংশ নেয়।

মানববন্ধনকালে বাউলরা একতারা বাজিয়ে ‘সত্য বল সুপথে চল’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘এমন মানবসমাজ হবে গো সৃজন হবে’ লালনের এসব গান পরিবেশন করেন। পরে বাউল পাগলা বাবলু, ফকির নিজামউদ্দিন, সুভাষ বিশ্বাস, শেখ মজিবর রহমান, আবুল খাঁ, সৈয়দ নাজমুল বক্তব্য দেন। তাঁরা বলেন, বাউলরা লালন, হাছন ও জসীমউদদীনের গান গেয়ে মানবতার কথা বলেন।

মানববন্ধন শেষে বাউলরা ফরিদপুরের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে ঘটনাটি জানিয়ে বিচার দাবি করেন।

গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে কে বা কারা ‘আরশী নগরের পড়শী বাড়ি’ নামের আখড়াবাড়িটিতে আগুন দেয়। এতে পাটকাঠির তৈরি বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।


মন্তব্য