kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


শ্রমিকদের চাকরি স্থায়ীর দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনিতে সভা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মরত ৮৪৬ জন শ্রমিকের চাকরি স্থায়ী করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে খনির দক্ষিণ দিকে প্রধান গেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন, ‘খনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ন্যায়সংগত দাবি আদায় করা হবে। ’ 

এ ছাড়া সভাপতির বক্তব্যে মো. রবিউল ইসলাম রবি বলেন, “চাকরি স্থায়ী করার দাবিতে ২০১১ সালের আগস্ট মাসে আমাদের সঙ্গে চীনা ‘এক্সএমসি’র ছয় বছরের চুক্তি হয়। আগামী বছরের ১৭ আগস্ট চুক্তির মেয়াদ শেষ হবে।


মন্তব্য