kalerkantho

বুধবার। ২২ ফেব্রুয়ারি ২০১৭ । ১০ ফাল্গুন ১৪২৩। ২৪ জমাদিউল আউয়াল ১৪৩৮।


সিঁদুরখেলা ও বিসর্জন

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০সিঁদুরখেলা ও বিসর্জন

উৎসবের দিন শেষ। আবার ফিরতে হবে ছকবাঁধা জীবনে। উৎসবের এই দিনগুলোতে মিলনের যে সুর বেজেছে, সেই সুর ছড়িয়ে দিতে হবে সবখানে। এ প্রত্যয় নিয়ে দুর্গা বিসর্জনের আগে সিঁদুরখেলায় মেতেছে সনাতন ধর্মের নারীরা। ওপরের ছবিটি গতকাল রাজশাহী নগরীর দেবালয় পূজামণ্ডপ থেকে তোলা।

বিসর্জনের সময় রাত ৯টা নির্ধারণ করা থাকলেও গতকাল দুপুরেই অনেক প্রতিমা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ছবিটি রাজশাহী নগরীর মুন্নুজান মাঠের পাশের পদ্মা নদী থেকে তোলা।

ছবি : সালাহ উদ্দিন


মন্তব্য