kalerkantho

বৃহস্পতিবার। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ । ১১ ফাল্গুন ১৪২৩। ২৫ জমাদিউল আউয়াল ১৪৩৮।


সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০আশুলিয়ায় শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে পলাশবাড়ী এলাকার পারভীন আক্তারের ভাড়া দেওয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম রবিউল ইসলাম। তার মা ইয়ানুর বেগমের বাড়ি বরিশালের গৌরনদী থানার দালালপুর গ্রামে। তিনি দ্বিতীয় স্বামী শাহজাহান ফকির ও ছেলে রবিউলকে নিয়ে পলাশবাড়ীতে ভাড়া বাসায় থাকতেন।

প্রতিবেশীরা জানায়, ইয়ানুর রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বলতে থাকেন, রবিউল অসুস্থ হয়ে পড়েছে। এ সময় তারা শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। এরপর সাভার গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, শিশুটির মৃত্যু রহস্যজনক।


মন্তব্য