kalerkantho

শুক্রবার । ২ ডিসেম্বর ২০১৬। ১৮ অগ্রহায়ণ ১৪২৩। ১ রবিউল আউয়াল ১৪৩৮।

নির্বাচন দাবি

মেহেরপুর প্রতিনিধি   

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০নির্বাচন বন্ধের প্রতিবাদ এবং নির্বাচন কমিশন ঘোষিত ৩১ অক্টোবর মেহেরপুর পৌর নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শহরে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। মিছিল শেষে বিএনপি নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেন।

সোমবার সকালে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে দলের জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন নেতারা। পরে একই স্মারকলিপির অনুলিপি তাঁরা পুলিশ সুপারের কাছেও পেশ করেন। এ কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সহসভাপতি এম এ কে খায়রুল বাশার, মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস, আব্দুর রহিম, আবু ওবাইদুল্লাহ সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত এক আদেশে নির্বাচন স্থগিত করা হয়।


মন্তব্য