kalerkantho

ইয়াবা জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৬ ০০:০০চুয়াডাঙ্গার দামুড়হুদায় পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৩১৫টি ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল রবিবার সকালে উপজেলার ডিসি ইকোপার্ক সড়ক থেকে এগুলো জব্দ করা হয়। যার দাম তিন লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, গতকাল সকালে বিজিবির সদর ব্যাটালিয়নের টহল কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ডিসি ইকোপার্ক সড়ক এলাকায় অভিযান চালান। এ সময় ওই সড়কে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৩১৫টি ইয়াবা পাওয়া যায়। এগুলো জব্দ করা হয়েছে। চোরাকারবারিরা বিজিবির টহল দলটিকে দেখে ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে গেছে বলে তাঁদের ধারণা।


মন্তব্য