kalerkantho

১ম ক লা ম

‘চন্দ্রবোড়া’

রাজবাড়ী প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৬ ০০:০০রাজবাড়ীর পাংশার চরঝিকুড়ী গ্রামে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পরেছে পাহাড়ি বিষধর সাপ ‘চন্দ্রবোড়া’। গতকাল রবিবার হাসেম আলীর জালে প্রায় ১০ ফুট লম্বা সাপটি ধরা পড়ে। সাপটির গায়ের রং হালকা খয়েরি। এর প্রধান খাবার ইঁদুর ও মাছ। এ প্রজাতির সাপের প্রতি গ্রাম বিষের দাম এক হাজার ৮০০ থেকে দুই হাজার ২০০ ডলার। জালে ওঠার পর স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করে। তবে রাজবাড়ী স্নেক ফার্মের সদস্যদের বদৌলতে রক্ষা পায় সাপটি। এ ব্যাপারে ফার্মের প্রধান উদ্যেক্তা রবিউল ইসলাম রঞ্জু মল্লিক বলেন, চন্দ্রবোড়া পাহাড়ি সাপ। একসময় বাংলাদেশেও দেখা যেত এ প্রজাতির সাপ। এখন অনেকটাই বিলুপ্তির মুখে। সাধারণত এ প্রজাতির সাপ কামড় দিলে মানুষকে বাঁচানো কষ্টকর। তাঁর ধারণা, ভারতের পাহাড়ি অঞ্চল থেকে সাপটি পদ্মা নদীতে এসেছে। পরে তা পাংশার জেলের জালে ধরা পড়েছে। তবে এ ধরনের সাপ দেখামাত্রই তাকে হত্যা না করে বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন তিনি।


মন্তব্য