kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।

সমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০মুন্সীগঞ্জের গজারিয়ার বলাকীচর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে গতকাল শনিবার সকালে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বলাকীচর গ্রামে পাঁচ খুনের ঘটনায় গুম হওয়া দুই ব্যক্তির লাশ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ হত্যাকারীদের সঠিক বিচারের দাবি জানায় স্বজনরা।

এ ছাড়াও মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাসসহ নানা বিষয় আলোচনা হয় সমাবেশে। গজারিয়া থানার ওসি মো হেদায়াতুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃৎণাল কান্তি দাস এমপি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, উপজেলা চেয়ারম্যান মো. রেফায়েত উল্লাহ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস প্রমুখ। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।


মন্তব্য