kalerkantho

মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ময়মনসিংহের অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সব কাগজপত্রে স্বাধীনতাবিরোধী কুখ্যাত মোনায়েম খানকে ‘শহীদ’ উল্লেখ করার প্রতিবাদে ও নিন্দা জানিয়ে জেলায় মানববন্ধন করেছে ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’। গতকাল শনিবার সকালে শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন করা হয়। সংগঠনটির সদস্য ছাড়াও এসবি মিডিয়া, শাপলা থিয়েটার, ঝিলিক মাল্টিমিডিয়া ও সংগীতাঞ্জলির সদস্যরা এতে অংশ নেয়। এ সময় বক্তব্য দেন সরওয়ার কামাল, মুক্তিযোদ্ধা পি কে নন্দী, কামরুজ্জামান, আব্দুল হান্নান, রেজাউল ইসলাম, সুজয় বসাক, বাসুদেব, আরমান হোসেন হৃদয় ও এমদাদুল হক এমদাদ।


মন্তব্য