kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ

পারের অপেক্ষায় দুই শতাধিক গাড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০নাব্যতা সংকটে বেশ কিছুদিন ধরে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ অবস্থায় গতকাল শনিবার বিকেলে দুই শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল।

সংশ্লিষ্ট সূত্র মতে, রো রো ফেরি চলতে পানির গভীরতা প্রয়োজন সাড়ে ছয় ফুট। কিন্তু পলি জমে পানি কম যাওয়ায় লৌহজং চ্যানেলে ফেরি চলছে ঝুঁকি নিয়ে। এ ছাড়া ১২০ ফুট প্রশস্ত চ্যানেলটিতে ড্রেজার বসানোর পর ৬০ ফুট কমে গেছে। এর মধ্যে ফেরি চলাচলের জন্য প্রয়োজন ৬০ ফুট প্রশস্ততা। এ ক্ষেত্রে কোনো কারণে একটি ফেরি আটকে গেলে সমস্যা হয়ে যায়। সে কারণে ফেরিগুলো ক্রসিংয়ের সময় অপেক্ষা করতে হচ্ছে। ফেরিগুলো পুরো লোডও নিতে পারছে না।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এ রুটের লৌহজং টার্নিংয়ে নাব্যতা সংকট এবং চ্যানেল সরু হওয়ায় ফেরি স্বাভাবিকভাবে চলতে পারছে না।


মন্তব্য