পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধনী) ২০১৬ সংসদে পাস করার প্রতিবাদে এবং সংশোধিত আইন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বিভক্ত দুটি সংগঠন। শনিবার সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। এর কিছু সময় পর একই দাবিতে শহরের চেঙ্গী স্কয়ার থেকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম মাসুম রানার নেতৃত্বে আলাদা আরেকটি মিছিল বের করা হয়। বিক্ষোভ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আসাদ উল্ল্যাহ, জেলা কমিটির সহসভাপতি নজরুল ইসলাম মাসুদ, জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাঈন উদ্দিন প্রমুখ।
বক্তারা সংশোধিত ভূমি কমিশন আইন বাতিলের দাবি জানান। অন্যথায় পাহাড়ে হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের