kalerkantho


বোমা বিস্ফোরণে শার্শায় অন্তঃসত্ত্বা আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

৮ অক্টোবর, ২০১৬ ০০:০০যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার উলাশী গ্রামে গতকাল শুক্রবার সকালে বোমা বিস্ফোরণে হালিমা বেগম (২৩) নামের এক অন্তঃসত্ত্বা গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার উলাশী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হালিমার বোন ফরিদা ইয়াসমিন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির পেছনে রাখা খড় আনতে যান হালিমা। এ সময় সেখানে রাখা একটি বোমা বিস্ফোরিত হলে এর আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, অন্তত ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত হালিমার অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না।

শার্শা থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


মন্তব্য