kalerkantho


সিরাজদিখানে বাসে আগুন আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০



ঢাকা-সিরাজদিখান সড়কে সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে আগুন লেগে ২০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ স মিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঢাকার বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের যাত্রীরা জানায়, সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে সিরাজদিখান পরিবহনের একটি বাস ছাড়ে। ইমামগঞ্জ স মিল এলাকায় পৌঁছলে হঠাত্ সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে শো শো শব্দে গ্যাস বেরোতে থাকে। এতে বাসের সামনে আগুন লাগে। যাত্রীরা হইচই শুরু করলে চালক বাস থামিয়ে পালিয়ে যায়। তড়িঘড়ি করে নামতে গিয়ে আহত হয় প্রায় সব যাত্রী। এর মধ্যে তাড়াহুড়া করে জানালা ও গেট দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয় ২০ জন।

সিরাজদিখান উপজেলার কাজীর বাগ গ্রামের নাজির হোসেন (৬৮) বলেন, ‘সিলিন্ডারটি বাসের সামনের অংশে ছিল। হঠাত্ শো শো শব্দ করার পর সামনের অংশ থেকে আগুনের সূত্রপাত।’ সৈয়দপুর গ্রামের তোফায়েল হোসেন বলেন, ‘বাসটি পুরনো। সিলিন্ডারের পাইপে ছিদ্র ছিল। এই উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় বাসটি পুরাপুরি পুড়ে যায়।’ সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ সময় সড়কে প্রায় আধাঘণ্টা

যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।’



মন্তব্য